নতুন যুগের সূচনা: Neuralink ব্রেইন চিপের অভাবনীয় ক্ষমতা ২০২৪

আচ্ছা কেমন হবে, যদি আপনার মা-বাবা অথবা আপনার রিলেটিভ প্যারালাইজড হওয়া সত্তেও ফোন বা কম্পিউটার ব্যবহার করছে? আবার কেমন হয়, যে কোন বাক প্রতিবন্ধী আপনার সাথে কথা বলছে? মেসেজের মাধ্যমে। হ্যাঁ এমনই এক উদ্ভব আবিষ্কার পাগলটে এলন মাস্কের (Elon Mask )। উদ্ভট সব চিন্তাভাবনা করা এই ব্যক্তি জীবনে কত কিছুই করলেন। এবারও তেমন কিছুই করলেন এই হার না মানা বিজ্ঞানী এলন মাস্ক। ( Elon Mask) কয়েক বছর আগে তিনি চিন্তা করলেন যে, এমন কিছু করবেন যাতে শুধু মাত্র মানুষের ব্রেইন ও চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে মোবাইল বা কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়। সেই চিন্তা নিয়েই এগিয়ে গেলেন‌ মাস্ক আর পেলেন ও সফলতা তার চিন্তা থেকেই পাওয়া গেল ব্রেইন চিপ I

neuralink chip
neuralink chip

 

neuralink chip
neuralink chip

২০২১ সালে প্রথম একটি বানরের উপর নিউরালিংক চিপ বসানোর অনুমতি পায় মাস্ক। অনুমতি পাওয়ার পরপরই কাজে লেগে পরে নিউরালিংক এর কর্মীরা এবং নিউডরালিংকের
রোবট। বানরের উপর সফল অপারেশন এর মাধ্যমে বানরের মস্তিষ্কে চিপ বসাতে সক্ষম হয় এলন মাস্ক। ২০২১ সালে এলন মাস্কের ট্যুইট থেকে একটা ভিডিও প্রকাশ হয় । ভিডিওতে দেখা যায় বানর গেইম খেলছে ব্রেইন চিপের মাধ্যমে।

monkey playing game using neuralink chip
monkey playing game using neuralink chip
Monkey playing game using neuralink chip 2
Monkey playing game using neuralink chip 2

এর আগে অবশ্য ভেড়া, শূকর, ও বানরের উপর এই পরীক্ষা চালিয়ে সাফল্য পেয়েছিল। এলন মাস্কের neuralink ।
গতবার এলন মাস্ক এই চিপ মানুষের মাথায় বসানোর অনুমতি চাইলে। বাঁধ সাজে USA এর ফুড ম্যানেজমেন্ট বিভাগের। কারণ হিসেবে উল্লেখ করা হয়, যেহুতু প্রানীর উপর এই প্রসেস করার সময় অনেক প্রাণী মারা গিয়েছিলো। সেই জন্য মানুষের উপর এই পরীক্ষা করতে দিতে চেয়েছিল না। USA ফুড অ্যান্ড পয়জনিং বিভাগ। সবশেষে ফুড বিভাগ থেকে অনুমোনপ্রাপ্ত হয়ে চিপ বসানোর কাজ শুরু করে নিউরালিংক (neuralink)। প্রথম পরীক্ষাতেই সাফল্যের দেখা পায় বিজ্ঞানের এই কিংবদন্তি এলন মাস্ক।

চলুন জেনে নিই,

কিভাবে বসানো হয় চিপ?

প্রথমে ব্রেইন সার্জারির জন্য পেসেন্ট কে মানুষিক ভাবে তৈরি করা হয়। Then তাকে সার্জারি রুমে নেওয়া হয়। নির্দেশনা অনুসারে তাকে সার্জারি bed এ বসানো হয়। যেখানে সার্জারির জন্য নিযুক্ত থাকে একটি রোবট, কয়েকটি কম্পিউটার এবং ডক্টর। নিচের ছবিটি একটি রোবট এর এটি দিয়েই মস্তিষ্কে বসানো হয় চিপ। যেহুতু মস্তিষ্কের উপরি ভাগ কোন কিছু বসানো রিস্কি তাই এখানে রোবটের ব্যবহার করা হয়। যাতে মানুষের কোন ক্ষতিসাধন না হয়। এই রোবট দ্বারা মস্তিষ্কে চিপ বসানো যায় কোন স্টেন্স ছাড়াই। রোবটটি এই কাজে বেশ দক্ষ ও নিখুঁত ভাবে এটি করতে পারে।

Chip surgery using robot
chip surgery using robot

 

এর পর রোগীকে বেডে শুয়িয়ে যেখানে চিপ বসানো হবে সেখান কার চুল কেটে ফেলা হয়। এরপর রোবটের মাধ্যমে ঐ জায়গাটি নিঘুত ভাবে কেটে ফেলা হয়।

brain chip 1st step
brain chip 1st step

এখন ২য় স্টেপে ব্রেইন টাকে পরীক্ষা-নীরিক্ষা  করা হয়। যদি কোন প্রব্লেম না থাকে তবে রোগীকে সার্জারির জন্য রেডি করা হয়।

Brain chip setuping step 2
Brain chip setuping step 2

এবার আবারো ব্রেইন কে চারটি ভাগে ভাগ করে পরীক্ষা করা হয়। ব্রেইন টিকে খুব ভালোভাবে পর্যেক্ষণ করে রোবট, তারপর সার্জারি চিপ বসানো শুরু করে দেয়।

Brain photo shoot by microscope.
Brain photo shoot by microscope.

 

Neuralink chip
Neuralink chip

উপরের যে বস্তুটি দেখছেন, এটাই সেই neuralink চিপ। এটাতে ওয়ারলেস রয়েছে এবং শক্তিশালী ব্লুটুথ দিয়ে কানেক্ট হবে অনেক দূর পর্যন্ত। এটার ভিতরে একটি লং লাস্টিং ব্যাটারি বসানো আছে। যেটা চার্জ দেওয়া যাবে ওয়ারলেস এর মাধ্যমে।

প্রশ্ন; ওয়ারলেস দ্বারা চার্জকৃত neuralink চিপের ব্যাটারী কতক্ষণ ব্যাকআপ দিবে?

উত্তর; এটা কতক্ষণ ব্যাকআপ দিবে তার তেমন কোন সূত্র পাওয়া যায়নি। তবে অনেক ইন্টারভিউ তে বলা আছে বর্তমানের চিপ টি 24 ঘণ্টা ব্যাকআপ দিবে।

যেহুতু এর নির্দিষ্ট কোন কিছু দেওয়া নেই সেক্ষেত্রে কিছু বলা যাচ্ছেনা। তবে neuralink টিম এর ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য কাজ করছে। এরপর সেটা বলা যাবে কতক্ষণ যাবে। এটা 24 ঘণ্টা, 3দিন, 7দিন, বা 1মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানা যায়। তবে হ্যাঁ বেশি বড় ব্যাটারি ব্যবহার করা যাবে না। কারণ বড় ব্যাটারি মস্তিষ্কে অস্ত্রোপচার করাতে সমস্যা করতে পারে। আর এটা যদি ভারী হয়, তাহলে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পাবে।  তাই বলা যায় এটা ব্যবহার করার সময় সবদিক বিবেচনা করেই কেবল ব্যবহার করা যাবে। নতুবা উল্টো হবে।

Neuralink চিপ কিভাবে কাজ করে?

Neuralink চিপ তিনটি পথ অবলম্বন করে কম্পিউটার বা মোবাইলের সাথে সংযোগ স্থাপনের থাকে। যেগুলো হচ্ছে, সেন্সর ,প্রসেসিং উ ইন্টারফেস।

Neuralink চিপ সেন্সর এর কাজ কি?

সেন্সর গুলো ব্রেইন এর সংকেত গুলো রেকর্ড করে। এবং এটি বাইরের ডিভাইসে পাঠানোর জন্য প্রকিয়া করতে থাকে।  সেন্সর এর মধ্যে প্রায় 1024 টি ইলেকট্রোড থাকে।

Neuralnik প্রসেসিং কি?

Neuralink এর ভিতরে কাস্টম ডিজাইন করা প্রসেসিং সিস্টেম থাকে। যেটি সেন্সর থেকে তথ্য নিয়ে সেটা barcode করে। সেখান থেকে তথ্য পাঠানোর জন্য ইন্টারফেসে পাঠিয়ে দেয়া হয়।

ইন্টারফেস কি?

Neuralink ইন্টারফেস এর কাজ হচ্ছে, সেন্সর থেকে নেওয়া তথ্য প্রসেসিং করে টা ওয়ারলেস বা ব্লুটুথ এর সাহায্যে টা কম্পিউটারে সিগন্যাল প্রেরণ করা। এবং মস্তিষ্ক এবং কম্পিউটারে সংযোগ স্থাপন করা।

Neuralink চিপ কিভাবে চার্জ করা হয়?

Neuralink চিপ ওয়ারলেস বা ব্লুটুথ এর মাধ্যমে চার্জ করা হয়। এটা সম্ভাব্য ব্যবহার হয় 24 ঘণ্টা পর্যন্ত । তবে এটিকে আরো কাজ করানোর জন্য আপগ্রেড করা হচ্ছে।

Neuralink চিপের ব্যবহার?

Neuralink (নিউরালিঙ্ক) চিপটি বিভিন্ন স্নায়বিক ব্যাধি, যেমন পক্ষাঘাত, পার্কিনসন রোগ এবং আলঝেইমার রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। তাছাড়া প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।

বিঃদ্রঃ Neuralink ব্যবহার অনেক ব্যয়বহুল হতে পারে। অস্ত্রপাচার এও অনেক সমস্যার সমক্ষ্মীন হতে পারেন।

Read More…

ফেসবুকের নতুন আপডেট এসেছে, কিভাবে ব্যবহার করবেন ফিচার? 2023

brain computer interface

 

Related Keywords

মস্তিষ্কের চিপ: অসীম সম্ভাবনার দরজা

নতুন যুগের সূচনা: ব্রেইন চিপের অভাবনীয় ক্ষমতা

মস্তিষ্কের শক্তি: ব্রেইন চিপের মাধ্যমে অসাধ্য সাধন

মানুষের জীবনে ব্রেইন চিপের প্রভাব

ব্রেইন চিপ: নৈতিকতা এবং ঝুঁকি

Top keywords…

neuralink chip
elon musk neuralink chip
neuralink chip price
neuralink chip release date
what does neuralink chip do
what is a neuralink chip

3 thoughts on “নতুন যুগের সূচনা: Neuralink ব্রেইন চিপের অভাবনীয় ক্ষমতা ২০২৪”

  1. Lots of people use their lotteries to raise money for precious initiatives that improve
    education, open public infrastructure and public services.

    Once you have fun with the lottery, you’re helping to account these programs when you fund your own desires of succeeding it big.
    Have a great time and good luck!

    Reply
  2. Hello would you mind letting me know which web host you’re utilizing?
    I’ve loaded your blog in 3 completely different internet browsers
    and I must say this blog loads a lot quicker then most. Can you recommend
    a good internet hosting provider at a fair price? Kudos, I
    appreciate it!

    Reply
  3. Its such as you learn my mind! You appear to know so much approximately this, like you wrote the guide in it or something.
    I feel that you could do with a few % to power the message
    house a little bit, however other than that, that is great blog.

    A great read. I’ll certainly be back.

    Reply

Leave a Comment