গুগল নিউজ Not Live সমস্যার সমাধান ২০২৪

গুগল নিউজ এপ্রুভাল

আসসালামু আলাইকুম বর্তমানে বড় একটি সমস্যা হচ্ছে গুগল নিউজ এপ্রুভাল নিয়ে। যেটা আগে ছিলোনা, আগে দেখা যেতো ২ থেকে ৩টা পোস্ট করেই কিন্তু নিউজ এপ্রুভাল পাওয়া যেতো। এখন ১০/১২ টা পোস্ট করেও নিউজ পাওয়া যাচ্ছে না। অনেকে তার থেকে বেশি পোস্ট লিখেও পাচ্ছে না নিউজ। এই সমস্যা সমাধানের চেস্টা করবো আজকে।

চলুন শুরু করা যাক আজকের টপিক, যাদের পড়তে প্রবলেম হয় ভিডিও দেখে নিতে পারেন।

https://youtu.be/Tcog8Cj5U94?si=H6NSVgRnsLm3N1_-
google news not live problem solved

 

চলুন প্রথমে জেনে নিই,

গুগল নিউজ কি?

গুগল নিউজ হচ্ছে গুগল কোম্পানির একটি নিউজ প্রতিষ্ঠান। যেখানে প্রচুর পরিমান ওয়েবসাইটের মালিকেরা নিজেদের ওয়েব কে প্রমোট করার জন্য, তাদের ওয়েব কে গুগল নিউজের সাথে এড করে রাখে। প্রথম যখন গুগল তাদের এই নিউজ প্লার্টফর্ম লঞ্চ করে, তখন কিন্তু নিউজ খুব সহজেই পাওয়া যেত। ধিরে ধিরে তা সোনায় সোহাগায় পরিনত হয় ওয়েব এডমিনিস্টরদের কাছে। কেননা Website SEO করার সবচেয়ে সহজ মাধ্যম এই গুগল নিউজ।

গুগল নিউজ কেন প্রয়োজন? গুগল নিউজ দিয়ে কি হয়?

গুগল নিউজ একজন ওয়েবসাইটের মালিকের জন্য খুবই প্রয়োজনীয় একটি প্লার্টফর্ম। এটি আপনার ওয়েবসাইট Rank করার জন্য গুরুত্বপূর্ণ। গুগল নিউজ ছাড়া কন্টেন্ট র‍্যাংক করানো কিন্তু খুবই কঠিন। তাছাড়া আপনার ওয়েবসাইটের সার্চ ভিজিটর আনার জন্য সহজ মাধ্যম। এখন নতুন ওয়েবসাইট র‍্যাংক করানো বেশ কঠিন হয়ে পড়েছে। গুগল নিউজ ব্যবহার করা শুরু করুন এতে সহজেই ওয়েবসাইট র‍্যাংক+অর্গানিক ট্রাফিক পাবেন। গুগল নিউজ ব্যবহার করলে আপনি অনেক গুলো যায়গা থেকে ট্রাফিক পাবেন। যেমন; গুগল সার্চ নিউজ, গুগল সার্চ রেজাল্ট, গুগল নিউজ, ডিসকভার সহ অনেক ব্যাকলিংক পাবেন। ও হ্যাঁ গুগল ডিসকভার সম্পর্কে সবার তো ধারণা আছেই যদি না থাকে । কমেন্টে আপনার জানা অজানা সম্পর্কে বলতে পারেন। আশা করি আপনার সমস্যা সমাধান করতে পারবো।

গুগল নিউজে অটো রিজেক্ট কেন হচ্ছে?

গুগল নিউজের লাস্ট যে আপডেটটি ছিলো সেখানে নিউ কিছু রুলস এড করেছে।
আমি আজকে সেগুলো সম্পর্কেই আলোচনা করবো আশা করছি সেগুলো মনোযোগ দিয়ে পড়বেন। আপনাদের পড়ার সুবিধার্থে আমি পোস্টটা খুব সহজ ভাবে লেখার চেস্টা করবো।

রুলস গুলো এক নজরে দেখে নেই,

1. নতুন অটো বট প্রোগ্রাম

2.ওয়েবসাইট কন্টেন্ট কাউন্ট

3.কন্টেন্ট পলিসি এবং রুলস

4.Ads রুলস

5.কন্টেন্ট ক্যাটাগরি

6.ওয়েবসাইট জেনারাল ইনফরমেশন

এখন চলুন বিস্তারিত আলোচনা করি,

নতুন অটো বট প্রোগ্রাম গুগল নিউজে নতুন একটি বট প্রোগ্রাম করা হয়েছে। সেটা হচ্ছে, আপনি কোন ওয়েবসাইট প্রোপার্টি নিউজে সাবমিট করলেন। তখন সেই অটো বট সাইটটি ভিজিট করবে এবং দেখবে, নিউজ প্রোপার্টিতে দেওয়া আপনার ওয়েবসাইটের টাইটেল, লোগো টাইটেল এবং URL ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে রিভিউতে থাকবে নাহলে অটো রিজেক্ট হয়ে যাবে গুগল নিউজ থেকে ।

এগুলা ঠিক রাখা আপনার জন্য কিন্তু বাধ্যতামূলক। নাহলে গুগল মামা আপনাকে রিজেক্ট করে দিবে। সেই জন্য আপনি ওয়েবসাইটের টাইটেল হুবুহু কপি করে নিউজ প্রোপার্টিতে পেস্ট করে দিবেন। মনে রাখবেন একটা স্পেসও যেন বাদ না যায়। লোগোটা যথাযথ একই ব্যবহার করার চেষ্টা করবেন। আগে দেখা যেত গুগলে এক লোগো ওয়েবসাইটে আরেক লোগো দিয়েও নিউজ পাওয়া যেত। কিন্তু এখন তা বেশ কঠিন হয়ে গিয়েছে।

এখন আপনার ওয়েবসাইটে যে লোগো ব্যবহার করছেন সেটাই আপনার গুগল পাবলিশার-এ ব্যবহার করতে হবে। গুগল এর সমস্ত আপডেট এর ব্যপারে খোঁজ রাখা আপনার নিজের দায়িত্ব গুগলের নয়।

আরো পড়ুন

How to Set Up a Custom Domain for Your Blogger Blog in 2023.

গুগল নিউজ Not Live সমস্যার সমাধান ২০২৪

Google news not live problem solved👍

2. ওয়েবসাইট কন্টেন্ট কাউন্ট

এই আপডেট এ একটা নিউ আপডেট এসছে সেটা হচ্ছে, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কত গুলো আছে তা পরিমাপ বা গণনা করা।
ওয়েবসাইটে কমপক্ষে ৬টি পোস্ট থাকলে তবেই আপনার ওয়েবসাইট পাবলিশার সেন্টার এ আবেদন করুন।
কন্টেনগুলো অবশ্যই হেল্পফুল করর চেষ্টা করবেন।

3. গুগল নিউজ পেতে আপনার কন্টেন্টের যে রুলস গুলো মানতে হবে।

তা হচ্ছে,
1.কন্টেন্ট হতে হবে ১০০% ইউনিক কপিরাইট মুক্ত সামগ্রি।
2.এডাল্ট কন্টেন্ট রাখা যাবে না। আপনার ওয়েবসাইটে কোন এডাল্ট কন্টেন্ট থাকলে তা এখনি রিমোভ করে দিন।

৩.ট্রান্সলেশন কন্টেন্ট, আপনি যেকোন ভাষা থেকেই কন্টেন্ট ট্রান্সলেশন করেন না কেন, সেটা আপনার ক্ষতি ছাড়া কিছুই দিবেনা।
4.হেলথ বিষয়ে কন্টেন্ট থাকলে অবশ্যই সাইটে আপনার ডাক্তারি সার্টিফিকেট বা কোন আইডি দিয়ে দিবেন, এবাউট পেজে।

কোন হিংসাত্মক, রাজনীতি উস্কানিমূলক ও খারাপ ভাষায় কন্টেন্ট লেখা যাবেনা।

পোস্টে কোনরুপ, Download now এরকম এড দেওয়া যাবেনা।
পোস্টে ইন্টারনাল লিংক যোগ করার ট্রাই করবেন।

4. Ads রুলস

আপনার ওয়েবসাইটে কি কি ধরনের এডস রয়েছে সেটাও কিন্তু নিউজ এপ্রুভাল এর উপর প্রভাব ফেলে। তাই যথা সাধ্য চেস্টা করবেন নিচে দেখানো এডস গুলো না রাখার,

1. Adults ads, আপনি হয়তো জানেন যে, গুগল কিন্তু কোনভাবেই এডাল্ট এডস, এডাল্ট কন্টেন্ট, এডালট ফটো বা ভিডিও একদমই পছন্দ করেনা। তাই ওয়েবসাইটে এডস রাখলে অবশ্যই তা ভালো কোম্পানির এডসের ভিতপ্রে রাখবেন।
2. Download Ads, আপনার ওয়েবসাইটে Download লেখা আছে এমন এডস থাকলে এখনি মুছে ফেলুন। কেননা এটি আপনার নিউজ পাওয়া থেকে বড় একটি ঝামেলা।
3. স্পাম এডস, যেই কোম্পানি গুলো ভুয়া লোভনীয় এডস প্রদান করে তাদের থেকে এডস নিবেন না। এতে নিউজ পাওয়া আর হবে না।

5.কন্টেন্ট ক্যাটাগরি

আপনার ওয়েবসাইটে থাকা কন্টেন্ট গুলো অবশ্যই ক্যাটাগরিতে বা লেবেলস এ রেখে দিবেন। না দিলেও নো প্রবলেম বাট রাখলে ভালো হয়। হেলথ নিশের কন্টেন্ট গুলো অবশ্যই একজন ডাক্তারি সার্টিফিকেট প্রদান থাকতে হবে।
আগের আপডেট গুলোতে এত্ত গুলো নিয়ম মানতে হতো না। কিন্তু এখন বেশ কষ্টের করতে হবে এই ব্যাপার গুলোতে। হেলথ নিশের এই আপডেটটির কারণ হচ্ছে, অনেকেই দেখা যেত এমনি এক বিষয় নিয়ে লেখতো যেটার কোন বৈজ্ঞানিক সজ্ঞা নেই।
তাই গুগল এই আপডেট টা দিয়েছে।

6. website general information.

ওয়েবসাইট জেনারাল ইনফরমেশন বলতে আপনার ওয়েবসাইটের সমন্ধে সব ইনফরমেশন দিয়েছেন। তা কি সব মিল আছে পাবলিশার সেন্টার এর সাথে নাকি কোথাও ভুল রয়েছে।

যেমন, ওয়েবসাইট টাইটেল; ওয়েবসাইট এর টাইটেল দিয়েছেন- Best tech website in Bangladesh. কিন্তু পাবলিশার সেন্টার এ দিলেন, best technology web in Bangladesh. তাহলে কিন্তু গোলমাল হয়ে গেলো। তাই অবশ্যই এক রাখার চেষ্টা করবেন।

ওয়েবসাইট লোগো গুলো, ওয়েবসাইট এর ডার্ক লোগো টা একটু বেশি গুরুত্ব দিবেন। আগে ডার্ক লোগো হিসেব যে-কোন লোগো দিলেও হয়ে যেত। কিন্তু এখন নাইট লোগো এর সাথে ডার্ক লোগোর মিল থাকতে হবে। তাই যতটা পারেন ট্রাই করবেন যে, যেন এক লোগোই থাকে।

ওয়েবসাইটের URL রিডাইরেক্ট, খেয়াল রাখবেন আপনার ওয়েবসাইটের URL যেন রিডাইরেক্ট না থাকে। রিডাইরেক্ট হলে কিন্তু সমস্যা। তাই অবশ্যই রিডাইরেক্ট এর দিকটা খেয়াল রাখা উচিত।

কি কি ওয়েবসাইটে কখনো নিউজ পাবেন না তার একটি লিস্ট দেওয়া হলো,
Download category site; ডাউনলোড ক্যাটাগরিতে থাকা ওয়েবসাইট কখনো নিউজ এপ্রুভাল পাবেন না। কারন গুগল মনে করে ডাউনলোড ক্যাটাগরিতে থাকা ফাইল গুলো নিউজের জন্য নয়।

Adult’s Content site; এর আগেও বলেছি যৌন সামগ্রি থাকা ওয়েবসাইট এ কিন্তু কখনোই নিউজ পাবেন না। তাই এডাল্ট থেকে দূরেই থাকুন।

Q2A website ; প্রশ্নোত্তর ওয়েবসাইটে নিউজ পাবেন না। কারন প্রশ্নোত্তর ক্যাটাগরিতে থাকা কন্টেন্ট গুলো অনেকটাই ছোট। তবে একদমই পাবেন না এটাও নয়। কিছুটা আশা করা যায়।

download button in every page; অনেক সময় দেখা যায় আমরা এমন এডস দিয়ে থাকি যেখানে লেখা আছে Download. এই লেখাগুলো যদি সব পেজেই থাকে তখন কিন্তু আপনি কোনভাবেই নিউজ পাবেন না।

ইনফরমেশন ফুল কন্টেন্ট না থাকলে: আপনার ওয়েবে খুব কম ও ছোট কন্টেন্ট থাকলে কখনোই নিউজ পাবেন না। তাই যথাযথ ভালো এবং উন্নত কন্টেন্ট লিখুন।

তো আজকের মত এখানেই শেষ কোন কিছু বুঝতে না পারলে নিচে কমেন্ট কিরতে পারেন।

2 thoughts on “গুগল নিউজ Not Live সমস্যার সমাধান ২০২৪”

Leave a Comment